আমাদের সমৃদ্ধ ইতিহাস

আসলামু আলাইকুম ওরহমাতুল্লাহ!

সর্বপ্রথম আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করছি(আলহামদুলিল্লাহ) তিনি তার অশেষ মেহেরবানিতে আমাদেরকে তার দ্বীনি খেদমত করার মত সুযোগ করে দিয়েছেন। 

বর্তমান সময়ে আমরা যত সময় পার করছি ততটা  আপডেট আর ডিজিটাল হচ্ছি। সময়ের সাথে সাথে আমাদের শিক্ষা ব্যবস্থাও দিন দিন আপডেট হচ্ছে। যার দরুন আমরা জাগতিক শিক্ষাকে দ্বীনি শিক্ষার উপর প্রাধান্য দিয়ে নিজে ও সন্তানকে কোরআন হাদীসের শিক্ষা দেওয়ার কথা একপ্রকার কেমনযেন ভুলেই যাচ্ছে। হয়ত এটা দুনিয়াবী ব্যস্ততা  বা অন্যকোন কারনে ।  আর একথা চিন্তা করেই জেনারেল ও ইসলামী তথা কোর আন হাদীসের জ্ঞান সমন্মায়ীত ভাবে  সর্বত্রে পৌঁছে দেওয়ার লক্ষে দৌলতখাণ থানাধীন পৌর ৪নং ওয়ার্ড মহিলা কলেজের উত্তর পার্শ্বে জনাব মোঃ সেলিম কন্টাক্টর সাহেবের ভবনের নিচতলায় আল-আকসা স্কুল এন্ড ক্যাডেট মাদরাসা স্থাপিত করা হয়। উদ্দেশ্য একটাই যেন প্রতিটি মুসলিম সন্তান কোরআন হাদীসের  জ্ঞান থেকে বঞ্চিত না হয়। এবং সাথে সাথে পা ির্থব তথা জাগতিক শিক্ষা থেকে ও  যেন কোন ভাবেই  বঞ্চিত না হয়। এই উদ্যেশ্যকে সামনে রেখে আমাদের আগামীর পথচলা। 

আমরা আশাবাদি যে আল্লাহ তায়ালা আমাদের এই আশাকে অবস্যই কবুল করবেন, এবং সামনের পথ চলাকে সুগম করে দিবেন। সর্বপরি সকলের প্রতি উদার্থ আহ্ববান আপনারা সবাই অত্র প্রতিষ্ঠানের জন্য আল্লাহ তায়ালার কাছে দোয়া করবেন যেন আল্লাহ তায়ালা প্রতিষ্ঠানকে কবুল করেন। এবং সকলের আদরের সন্তানের হক্ব আদায় করে জাগতীক ও কোরআনি শিক্ষা দিয়ে সু শিক্ষায় শিক্ষিত করে গডে তোলতে পারি। (আমিন)